ফরজ গোসলের নিয়ম ও নিয়ত (মহিলাদের, ছেলেদের, পিরিয়ডের পর)
পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। ইসলামে প্রত্যেক ব্যক্তিকে পবিত্র থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যার জন্য বাহ্যিকভাবে পবিত্র হওয়ার জন্য মানুষ ওযু, গোসল করে থাকে। এছাড়াও মানুষ নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য আর বিভিন্ন ধরনের কাজ করে থাকে।
যেমন, দাঁত পরিষ্কার করার জন্য মেসওয়াক করে থাকে। শরীরের ময়লা দূর করার জন্য গোসল করে থাকে। এতে করে বাহ্যিক নাপাকি দূর হয়। তবে অনেক সময় বিভিন্ন কারণে মানুষ নাপাক হয়ে যায়।
যার জন্য সেই নাপাকি দূর করতে তাকে ফরজ গোসল করতে হয়। ইসলামে একে জানাবাতের গোসল বলা হয়। আর যে ব্যক্তি নাপাকি অবস্থায় গোসল না করবে তাকে গোসলের আগে পর্যন্ত জুনুবি হওয়া বলা হয়।
আর এজন্যই আমরা আজকে আমাদের এই পোস্টে ফরজ গোসলের নিয়ম নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা এখানে পুরুষের ফরজ গোসলের নিয়ম এবং ফরজ গোসল না করার শাস্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আপনারা যারা এ সকল বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। ইসলামে ফরজ গোসলকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি নাপাকি অবস্থায় ফরজ
গোসল না করে তাকে ভয়ংকর শাস্তির মুখোমুখি হতে হবে। কোন কারণে যদি কারো গোসল ফরজ হয় তাহলে উত্তম হচ্ছে তার যত তাড়াতাড়ি সম্ভব ফরজ গোসল করে নাপাকি দূর করা। বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যেমন কিছু নিয়ম
বা পদ্ধতি রয়েছে তেমনি, ফরজ গোসলের ও কিছু নিয়ম রয়েছে। সে নিয়ম অনুযায়ী ফরজ গোসল করতে হয়। অন্যথায় ফরজ গোসল আদায় করা হয় না। ফরজ গোসল করতে হলে আপনাদেরকে যে নিয়মগুলো অনুসরণ করতে হবে,
প্রথমে আপনাদেরকে আপনাদের নাপাক জায়গা ভালোভাবে ধৌত করতে হবে। পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে অজু করতে হবে। এরপর পুরো শরীর ভালোভাবে পরিষ্কার করতে হবে। এভাবে আপনাদেরকে সম্পূর্ণ গোসল শেষ করতে হবে।
তাহলে আপনাদের ফরজ গোসল হয়ে যাবে এবং আপনারা নাপাক অবস্থায থেকে পবিত্রতা অর্জন করতে পারবেন। অনেকে মনে করেন যে মহিলাদের ফরজ গোসলের নিয়ম এবং পুরুষদের ফরজ গোসলের নিয়ম ভিন্ন বা আলাদা।
যার জন্য অনেকেই জানতে চান যে পুরুষের ফরজ গোসলের নিয়ম কি। তাই আমরা তাদেরকে এ বিষয়ে জানাবো। মহিলারা তাদের নাপাকি দূর করার জন্য যেভাবে ফরজ গোসল করে থাকে পুরুষদের ক্ষেত্রেও ঠিক একইভাবে গোসল করে নাপাকি দূর করতে হয়।
পুরুষদের জন্য ফরজ গোসলের আলাদা কোন নিয়ম নেই। ফরজ গোসল ছাড়াও আপনারা যদি ইসলামিক আরও বিভিন্ন বিষয়ের জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
কারণ আমরা আমাদের ওয়েবসাইটে ইসলামিক বিভিন্ন বিষয়ে আরো কতগুলো পোস্ট প্রকাশ করেছি। যে ব্যক্তি ফরজ গোসলকে অবহেলা করবে সে মৃত্যুর পর অনেক কঠিন শাস্তি ভোগ করবে।
ফরজ গোসল হচ্ছে ফরজ এবাদতগুলোর মত। যেমন, ফরজ এবাদত ছেড়ে দিলে কেউ ক্ষমা পায় না বা তাঁর কঠিন শাস্তি হয় তেমনি কেউ যদি ফরজ গোসল না করে
তাহলেও ফরজ এবাদতের ন্যায় সে কঠিন শাস্তি পাবে। তাই একজন মুসলিম হিসেবে নাপাকি অবস্থা দূর করার জন্য আমাদের অবশ্যই ফরজ গোসল করতে হবে এবং সঠিক নিয়ম মেনে করতে হবে।