অভ্র কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF ডাউনলোড করুন [ক্লিক করে]
হ্যালো বন্ধুরা, সবাইকে সালাম জানিয়ে আজকে আর্টিকেলটি শুরু করতে যাচ্ছি। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনারা নিশ্চয় অ্যান্ড্রয়েড অথবা সবার ঘরে ঘরে কম্পিউটার রয়েছে।
কোন প্রয়োজনে আমাদের বাংলা টাইপ করতে হয়। সেটা চাকরির ক্ষেত্রে অথবা অন্য কোন ক্ষেত্রে। তাই আপনাকে অবশ্যই অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে।
প্রিয় বন্ধুরা, বুঝতে পেরেছেন আসলে। আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেয়ার চেষ্টা করব যে, কিভাবে আপনারা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখব।
এই নিয়মাবলী সম্পর্কে। অভ্র এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ইংলিশ লিখলে সেটা বাংলায় কনভার্ট হয়ে যায়। এর জন্য আলাদাভাবে বাংলা কিবোর্ড মুখস্ত করার কোন প্রয়োজন হয় না।
সুতরাং কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে বাংলা কিবোর্ড লেখার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদের খুবই কাজে দেবে।
অভ্রতে বাংলা টাইপিং করার মজাই আলাদা। কারণ এতে আলাদা হবে কোন সময় বাংলা টাইপিং মুখস্ত করতে হয় না। অনেকেই আছে যারা বিজয় কিবোর্ড দিয়ে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে।
কিন্তু আপনার মন চায় নতুন একটি কিবোর্ড দিয়ে লিখতে। অভ্র কিবোর্ড হল ইউনিকোড সমর্থিত বাংলা লেখার বিনামূল্যে ব্যবহারের জন্য ওপেনসোর্স সফটওয়্যার। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র
মেহেদী হাসান খান 2003 সালে প্রথম অভ্র কিবোর্ড তৈরি করার কাজ শুরু করেন। এরপর তিনি যোগ দিয়েছেন উইন্ডোজ এর সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে। পরবর্তীতে 2010 সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন 5 থেকে অভ্র কিবোর্ড ব্যবহার করা হয়।
অভ্রতে বাংলা লেখার জন্য অনেকগুলো লেআউট পাবেন যা ডিফল্ডভাবে দেওয়া । অভ্র সফটওয়্যার আপনার কম্পিউটার ইন্সটল করার সাথে সাথে লেআউট গুলো পেয়ে যাবেন ।
যেমন,অভ্র ফনেটিক,প্রভাত মুনিয়া অপটিমা অভ্র ইজি বর্ননা জাতীয় স্বীকৃতি ইত্যাদি।অভ্রতে বিজয় কিবোর্ডের মতো করে বাংলা লিখতে হলে লে আউট ব্যবহার করতে হবে।
তার জন্য ছোট্ট একটি টুলস বা লেআউট আপনার ডেক্সটপ কম্পিউটারে থাকতে হবে। এই লেআউটের সাইজ মাত্র ২০০ কেবি । লেআউটি ডাউনলোড করুন এখন থেকে। আপনি অভ্রতে বিজয় কিবোর্ডের মতো করে লিখতে পারবেন।
ইউনিবিজয় লেআউটি ডাউনলোড করার হয়ে গেলে। আপনার কম্পিউটারে যদি অভ্র কিবোর্ড ইন্সটল না করা থাকে তাহলে অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিন এখান থেকে।
বিজয় 52 মত অভ্র দিয়ে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে তেমন কোন ঝামেলা পোহাতে হয় না। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানাব কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে অভ্র দিয়ে যুক্তবর্ণ টাইপিং করবেন।
এ কাজটি অত্যন্ত সহজ। আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার পিডিএফ ফাইল উপস্থাপন করেছে। আশা করি আপনাদের খুবই কাজে দেবে।
সুতরাং কেমন লাগলো আজকের আর্টিকেল। অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন। আরো যদি কোনো তথ্য পেতে চান ওয়েবসাইটে ভিজিট করুন জেনে নিন।