তারাবির নামাজ পড়ার নিয়ম, নিয়ত এবং দোয়া [ক্লিক করে দেখে নিন]
আজ আমরা আলোচনা করব তারাবির নামাজ পড়ার নিয়ম, নিয়ত এবং দোয়া। তারাবির নামাজ কত রাকাত কিভাবে পড়বেন তা আলোচনা করব। এ প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই এই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকে।
আজ আমি আপনাদের সন্দেহ দূর করব ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের পবিত্র কোরআনে আল্লাহর শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন প্রত্যেক মুসল্লীরা তিরিশ দিন রোজা রাখেন এবং সুবহে সাদিক থেকে
সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন। তাই অবশ্যই তারাবির নামাজ পড়তে হয়। রমজান মাসের তারাবির নামাজ পড়ার নিয়ম এবং তারাবির নামাজ পড়ার দোয়া সম্বন্ধে সে তথ্য আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানাবো।
Table of Contents
তারাবির নামাজ পড়ার নিয়ম
আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। এই রমজান মাসে বন্দেগীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসকে ফজিলতের দিক থেকে অন্যান্য মাস থেকে উত্তম।
সবার জন্য রোজাকে ফরজ করা হয়েছে। তাই আমরা সবাই 30 দিন রোজা রাখি। আবার অনেকেই বলেন তারাবির নামাজ সুন্নত নাকি নফল। আমরা অনেকেই জানিনা তারাবির নামাজ সুন্নত নাকি নফল।
এছাড়া আমরা এটাও জানিনা তারাবির নামাজের দোয়া এবং নিয়ত সম্পর্কে। নামাযে নারী-পুরুষ সবার জন্য সুন্নতে মুয়াক্কাদা। এই নামায জামাতের সাথে আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়।
তারাবির নামাজের দোয়া
তবে এ নামাজে কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায়। সুরা-কেরাত এর মাধ্যমে আপনি আদায় করতে পারবেন। তাতে অধিক সওয়াব পাওয়া যায়। রমজান মাসের রাতে এশার নামাজের পর। এবং দুই রাকাত সুন্নতের পর।
এবং বিতর নামাজের আগে। আমরা দুই রাকাত করে বিশ রাকাত নামাজ পড়ে থাকি। এই নামাজকে তারাবির নামাজ বলা হয়। এ পোস্টের মাধ্যমে আপনারা তারাবির নামাজের দোয়া এবং নিয়ত সম্বন্ধে ধারণা পাবেন।
হ্যালো বন্ধুরা, তারাবির নামাজ কে বলা হয় রাতের সালাত অর্থাৎ কেয়ামুল লাইল। দুই রাকাত করে 8 রাকাত থেকে শুরু করে 30 রাকাতের বেশি যার যেমন সামর্থ্য, তারাবির নামাজ পড়া যায়।
তারাবির নামাজ পড়ার নিয়ত
এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা তারাবির নামাজের নিয়ত দোয়া এবং মুনাজাত সম্বন্ধে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।রমজান মাসের রাতের বিশেষ ইবাদত তারাবিহ নামাজ। তারাবিহ শব্দটি আরবি।
তারাবির নামাজ পড়ার নিয়ম, নিয়ত এবং দোয়া
আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২
এর অর্থ হলো বিশ্রাম করা। দীর্ঘ ১১ মাস এ নামাজের চর্চা না থাকায় অনেকেই এ নামাজের নিয়ম প্রচলিত দোয়া ও মুনাজাতগুলো ভুলে যায়। যে কারণে রমজান এলেই তা স্মরণ করিয়ে দিতে আমাদের এ প্রচেষ্টা।
দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ার পর প্রতি চার রাকাত পর পর এই তারাবির নামাজের দোয়া পাঠ করতে হয়। তারাবির নামাজের শাব্দিক অর্থ হচ্ছে আরাম করা। আমরা তারাবির নামাজ পড়ার সময় দুই রাকাত পর পর
তারাবির নামাজের দোয়া কখন পড়তে হয়
অর্থাৎ 4 রাকাত পর আরাম করি অর্থাৎ দোয়া দুরুদ পড়ি। তাই এর নাম তারাবি। আমরা ইতিপূর্বে জেনেছি তারাবির নামাজকে কেয়ামুল লাইল বলা হয়। তারাবির নামাজ
বিশ রাকাত না চার রাকাত এই ব্যাপারে কোনো স্পষ্ট হাদিস নেই। কেননা রাসুল সাঃ মাঝে মাঝে আট রাকাত অথবা ষোল অথবা বিশ রাকাত তারাবি আদায় করতেন।
কিন্তু নিয়মিত বিশ রাকাত আদায় করতেন না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে তারাবির নামাজ সুন্নত নাকি নফল এবং তারাবির নামাজ দোয়া নিয়ে আলোচনা করলাম।