নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত [সকল তথ্য এখান থেকে জেনে নিন]
![নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত [সকল তথ্য এখান থেকে জেনে নিন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645893095247.jpg?fit=1000%2C800&quality=100&ssl=1)
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর নাম হচ্ছে নগদ. আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ভিত্তিক একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করব.
আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিলে জানতে পারবেন। নগদ একাউন্ট এর বিস্তারিত সম্পর্কে। নগদ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পাঠাতে পারবেন।
অথবা বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। এটি থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশের ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেমের নতুন সংস্করণ।
অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট টাকা জমা করা এ, কটা একটি নগদ একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো, একাউন্ট থেকে টাকা উত্তোলন, মোবাইলে রিচার্জ সুবিধা পণ্য কেনাকাটা সেবার বিনিময় মূল্য পরিশোধ করা
বিদ্যুৎ বিল প্রদান সহ অন্যান্য বিল পরিশোধের সুবিধা রয়েছে নগদ একাউন্টে। সুপ্রিয় বন্ধুরা , নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
নগদ মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে । সুবিধাগুলো মোবাইল ব্যাংকিংয়ে পাবেন না । 100 টাকা ক্যাশব্যাক পাবেন 72 ঘণ্টার মধ্যে নগদ একাউন্টে পৌছে যাবে।
এছাড়া নগদ কাস্টমার টাকা জমা থাকা সাপেক্ষে লোভনীয় কিছু মুনাফা পাবেন। 5 হাজার টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত রাখলে 5 % হারে মুনাফা পাবেন। 1001 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত রাখলে বার্ষিক 5 পার্সেন্ট হারে মুনাফা পাবেন ।
আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে একটি আইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায় । তবে আপনাদের সাথে জানাচ্ছি যে, আপনারা শুধুমাত্র একটি নাম্বারে একটি মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে একটি মাত্র খুলতে পারবেন।
ধরে নিন আপনার একটি জাতীয় পত্র দিয়ে একটি নগদ একাউন্ট খোলা আছে । আপনি ওই জাতীয় পরিচয় পত্র দিয়ে অন্য কোন নাম্বারে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। দেশের সবচাইতে কম ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে নগদ 6-10-2019 থেকে নগদ

এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে 1 দশমিক 45 শতাংশ মূল্য ক্যাশ আউট করতে পারবেন অর্থাৎ প্রতি হাজারে নগদ এর ক্যাশ আউট চার্জ 14 টাকা 50 পয়সা। তবে অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করলে আরো কিছু ছাড় পাবেন।
সাধারণ একে জানতে চাচ্ছিলেন জাতীয় পরিচয় পত্র ছাড়া কিভাবে নগদ একাউন্ট খোলা যায় । আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য উপস্থাপন করব । জাতীয় পরিচয় পত্র দ্বারা আপনারা জন্ম নিবন্ধন প্রস্তুতি নিতে পারেন।
এক্ষেত্রে আপনাকে নগদ একাউন্ট খুলতে হলে জাতীয় পরিচয় পত্র দুই কপি ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেকোন নগদ একাউন্ট এর কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। অথবা *167# ডায়াল করে জেনে নিতে হবে।
তাহলে বন্ধুরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। কিভাবে নগদ একাউন্ট খুলবেন । নগদ একাউন্ট খোলার পর কিভাবে নগদ একাউন্ট ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনার আমাদের ওয়েবসাইটে দেওয়া অন্যান্য আর্টিকেলটি পড়ুন।

![জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম [ক্লিক করে দেখুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/02/1645708755810.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

![শিওর ক্যাশ এজেন্ট তালিকা [ঢাকা, চট্টগ্রাম,সিলেট]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1646148319198.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)

