শূন্য রিটার্ন দাখিল করার নিয়ম (ক্লিক করে দেখুন)
আপনারা কি শূণ্য রিটার্ন দাখিল করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? অথবা আপনারা শূন্য আয়কর রিটার্ন ফরম এবং অনলাইনে জিরো রিটার্ন দাখিলের নিয়ম জানতে চাচ্ছেন? যদি আপনারা এই সকল বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী থাকেন
তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন। আমাদের এই পোস্টটিতে আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা মনে করি যে আয়কর রিটার্ন এবং শূণ্য রিটার্ন দুটি একই জিনিস।
কিন্তু এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। শূন্য আয়কর রিটার্ন হচ্ছে সেই আয়কর রিটার্ন যা ব্যক্তিকে শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিল করতে হয়। কারো যদি ইটিন থাকে এবং সে যদি করমুক্ত আয়সীমার ভিতরে হয়ে থাকে
তাহলে তাকে অবশ্যই শূন্য এক রিটার্ন দাখিল করতে হবে। শূন্য রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। কারো আয় যদি করসীমান নিচে থাকে তাহলে সে শুন্য রিটার্ন দাখিল করতে পারবে। কর যোগ্য আয়ের কিছু পরিমাণ রয়েছে।
সেই পরিমাণে বা নির্দিষ্ট আয় যদি কারো না থাকে কিন্তু কেউ যদি নির্দিষ্ট প্রয়োজনে ই টিন সার্টিফিকেট তৈরি করে তাহলে সে শূন্য রিটার্ন দাখিল করতে পারবে। শূণ্য রিটার্ন দাখিল করার নিয়ম কিছুটা আয়কর রিটার্ন দাখিল করার নিয়মের মতোই।
যেমন, শূণ্য রিটার্ন দাখিল করার জন্য আবেদনকারীকে নির্ধারিতভাবে রিটার্ন দাখিল করতে হবে। আর এই রিটার্ন দাখিল করার পর করদাতার বাৎসরিক আয় যদি করসীমার নিচে থাকে তাহলে তা শুন্য কর হিসেবে ধরা হবে।
আর আপনারা যদি শুন্য রিটার্ন দাখিল করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই পোষ্টের বাকি অংশটুকু দেখুন। আপনারা যারা শূন্য আয়কর রিটার্ন জমা দিতে চাচ্ছেন এবং এই ফরম দেখতে চাচ্ছেন তারা আমাদের
শূন্য রিটার্ন দাখিল করার নিয়ম
ওয়েবসাইটের অন্য পোস্টগুলো দেখতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টে শূন্য আয়কর ফরম এর একটি পিডিএফ প্রকাশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সে পিডিএফটি ডাউনলোড ও করতে পারবেন।
অনলাইনে জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন যদি দাখিল করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে E-Return System ভিজিট করতে হবে এবং সেখানে আপনাকে আপনার ইআইএন, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখে সাইন ইন করতে হবে।
পরবর্তীতে আপনাকে আপনার সকল ব্যক্তিগত তথ্য দেখানো হবে। আর সে সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনাকে সেখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে রিটার্ন সাবমিসশন এ ক্লিক করতে হবে।
এখানে আপনারা একটি পেজ দেখতে পাবেন। তখন সেখানে আপনার আয়ের বছর অর্থাৎ, কোন সালের রিটার্ন আপনারা প্রদান করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে। এভাবে আয়-ব্যয়ের আরো কতগুলো তথ্য আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে বা সিলেক্ট করতে হবে।
সবশেষে আপনাদেরকে প্রছেড অনলাইন রিটার্ন বাটনে ক্লিক করে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে। এভাবে আপনারা আপনাদের জিরো রিটার্ন দাখিল অনলাইনে জমা দিতে পারবেন।