ঠিকানা লেখার নিয়ম বাংলা, ইংরেজি (স্থায়ী, গ্রামের, বিয়ের, ঢাকার)
একটি ঠিকানা কিভাবে লিখতে হয় অথবা খামের উপর ঠিকানা কিভাবে লিখতে হয়। সে সম্পর্কে জানার জন্য আপনারা যারা ইন্টারনেটের দ্বারস্থ হয়েছেন। তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল। এই পোস্টের মাধ্যমে একটি ঠিকানা কিভাবে লিখবেন
সে সম্পর্কে আলোচনা করব। আবেদনপত্র ছাড়া বিভিন্ন বিষয়ে আমাদের ঠিকানা লিখতে হয় অথবা আবেদন পত্র জমাদানের সময় খামের উপরে ঠিকানা লিখতে হয়। এখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে, একটি ঠিকানা কিভাবে লিখতে হয়।
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করবো। ঠিকানা সঠিকভাবে লেখার গুরুত্ব অনেক বেশি। ঠিকানা ভুল হয়ে হারিয়ে যেতে পারে আপনার ইম্পোর্টেন্ট ডকুমেন্ট বা লেটার।
চলুন দেখে নেওয়া যাক ইংরেজিতে ঠিকানা লেখা নিয়ম এবং বাংলায় ঠিকানা লেখার নিয়ম। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সামনে বাংলা ঠিকানা লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনি প্রথমে আপনার বাড়ি নাম্বার দিবেন,
পরে পোস্ট অফিস, পরে থানা, পরে উপজেলা, শেষে জেলা দিবেন। পরে যা যা লাগে সেগুলো দিতে পারেন। প্রয়োজনে থানা কোড জিপ কোড ইত্যাদি দিতে হবেচিঠির খামের দুইটি অংশ থাকে। একটি প্রেরক এবং অপরটি প্রাপক।
যিনি চিঠি লিখবেন বা যে ঠিকানা থেকে চিঠি পাঠানো হবে সেটি প্রেরক অংশে লিখতে হবে। এবং যার কাছে চিঠি পাঠানো হবে না যে ঠিকানায় চিঠি পাঠানো হবে সেটি প্রাপক অংশে লিখতে হবে।
ঠিকানা লেখার নিয়ম ইংরেজিতে জানতে চান। তাই আজকে এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের কাছে আবেদন পত্র লেখার সময় কোন পাশে ঠিকানা লিখতে হয় এবং ঠিকানা লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করছি।
আমি আপনাদের সুবিধার্থে একটি নমুনা ঠিকানা লেখার নিয়ম দিয়ে দিয়েছি। আমাদের ওয়েব সাইটে আশা করি এই পোস্টটি পড়ে আপনারা জানতে পারবেন। ঠিকানা ইংরেজিতে এবং বাংলায় কিভাবে লিখতে হয়।
সাধারণত ঠিকানা ছোট থেকে বড় এভাবে লিখতে হয়। যেমনঃ প্রথমে থাকবে আপনার বাসার নম্বর, এর পর থাকবে রোড নম্বর বা এলাকার নাম। তারপর থাকবে সেক্টর বা ওয়ার্ড নাম্বার।
তারপর ধারাবাহিকভাবে পোস্ট অফিস, ইউনিয়ন, থানা, উপজেলা ও জেলার নাম। ইংরেজিতে খামের উপর ঠিকানা কিভাবে লিখতে হয়। সে সম্পর্কে জানতে চান প্রথমে আপনার বাসার নাম্বার, এরপর থাকবে রোড,
এলাকার নাম্বার তবে প্রত্যেক এলাকার নম্বর লেখার সুযোগ পাওয়া দিতে হবে। চিঠির খামের দুটি অংশ থাকে। একটি প্রেরক এবং অপরটি প্রাপক। যিনি চিঠি লিখুন বা যে ঠিকানা থেকে চিঠি পাঠানো হবে সেটি প্রেরক অংশে লিখতে হবে।
এবং যার কাছে চিঠি পাঠানো হবে না যে ঠিকানায় চিঠি পাঠানো হবে সেটি প্রাপক অংশে লিখতে হবে। ইংরেজিতে খামের উপর ঠিকানা লেখার জন্য ডান পাশে যার কাছে চিঠি পাঠান। তার নাম লিখুন
এবং বাম পাশে তিনি পাঠাচ্ছে তার নাম লিখবেন এক্ষেত্রে যার কাছে পাঠাচ্ছেন তার নামের পূর্বে টু। তিনি পাঠাচ্ছে তার নামের আগে ফরম লিখবেন। বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে এসে নমুনা দেখে নিন।