কোন রং এর সাথে কোন রং মানায় (এখানে দেখুন)
আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের জামা কাপড় পড়ে থাকি। তবে বিভিন্ন রঙের কাপড় পড়ার ক্ষেত্রে অবশ্যই সেই রংএর বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কারণ সবাইকে সব রং এর কাপড়ে মানায় না।
যেমন কিছু কাপড় রয়েছে যেগুলো মানুষের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। আবার কিছু রং রয়েছে যেগুলো মানুষকে ম্যাট লুক দেয়। অনেককে দেখতে আবার কালো লাগে। তাই কাপড় পড়ার খেতে অবশ্যই আমাদের রং
এর বিষয়টিকে মাথায় রেখে কাপড় বাছাই করতে হবে বা নির্বাচন করতে হবে। তবে রং নির্বাচন করার ক্ষেত্রে অনেকে অনেক সমস্যায় পড়ে যান। কারণ অনেকেই বুঝতে পারেন না যে কোন রঙের সাথে কোন রঙটি মানাবে।
তাই আমরা আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে জানাবো যে কোন রঙের সাথে কোন রং মানায় এবং হলুদ রঙের সাথে কোন রঙ মানায় ও সবুজ রঙের সাথে কোন রং মানায় এই সকল বিষয়ে। আপনারা যারা এই সকল বিষয়ে জানতে চাচ্ছেন
তারা আমাদের এই পোস্টটি পড়তে পারেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের কাপড় কিনে থাকি এবং বিভিন্ন ডিজাইন করে আমরা জামা বানিয়ে থাকি। আর সেই সকল ডিজাইনগুলো তৈরি করার ক্ষেত্রে কাপড়ের রং নিয়ে আমাদের অবশ্যই মাথা ঘামাতে হয়।
তাই আমরা আপনাদেরকে জানাবো কোন রং এর সাথে কোন রং মানায়। আপনারা চাইলে যেকোনো হালকা কিংবা গাঢ় রঙের সাথে সাদা রং ব্যবহার করতে পারবেন। কারণ সাদা রং সব কিছুতেই মিলে যায়।
তবে বিশেষ করে আপনারা এটি নীল, কালো অথবা লাল রঙের সাথে কম্বিনেশন করেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও ও হালকা কমলা রঙের সাথে বাদামি এবং জলপাই রং বেশ মানায়।
ফসিয়া অর্থাৎ, গাঢ়ো গোলাপি রঙের সাথে ধূসর, হলদে বাদামী, মিন্ট গ্রিন, বাদামি এবং লাইন গ্রিন রঙটি বেশ মানায়। আপনারা যদি টমেটো রেড রঙটি নির্বাচন করেন এর সাথে আপনারা নীল, বিস্কিট রং, ক্রিম সাদা, ধূসর,
মিন্ট সবুজ এই রঙ গুলোকে যুক্ত করতে পারবেন। কারণ এগুলোর সাথে এগুলো বেশ মানায়। আপনারা যদি হলুদ রঙের কোন জামা পড়তে চান সেক্ষেত্রে আপনারা এর সাথে যেই রং মেলাতে পারবেন বা যে রঙ মেলালে দেখতে
খুবই সুন্দর লাগবে সেগুলো হচ্ছে নীল, পারপল, হালকা নীল, গ্রে, কালো ইত্যাদি। এই সকল কালারগুলো বা রঙগুলো হলুদ কাপড়ের সাথে মিলিয়ে পড়লে ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায়। সেই সাথে জামার উজ্জ্বলতা ও বৃদ্ধি পায়।
অনেকেই আছেন যারা জানতে চান যে সবুজ রঙের সাথে কোন রং মানায় বা কোন রং দেখতে সুন্দর লাগে। তাই আমরা আপনাদেরকে এ বিষয়ে জানাবো। সবুজ রঙের সাথে যেই রংগুলো
সবচেয়ে বেশি মানায় সেগুলো হচ্ছে গোল্ডেন বাদামী, কমলা, হালকা সবুজ, হলুদ, বাদামী ক্রিম, কালো, সাদা। সবুজ রং ছাড়া ও আমাদের ওয়েবসাইটের অন্য কতগুলো পোস্টে কালো,
লাল, নীল এই সকল রং গুলোর সাথে কোন রং মানায় সেই সকল বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। সেইসকল বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের অন্য সকল পোস্টগুলোতে চোখ রাখুন।