প্রত্যয়ন পত্র লেখার নিয়ম PDF (স্কুলের, কলেজের, মাদ্রাসার, কোম্পানির, চাকরির)

আজকে আমরা এই পোস্টটিতে প্রত্যয়ন পত্র নিয়ে আলোচনা করব। আপনি যদি প্রত্যয়নপত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ন পড়ুন। প্রত্যয়নপত্র সাধারণত সাত প্রকারের বা সাত রকমের হয়ে থাকে।
সেগুলো হচ্ছে-নাগরিক সনদ, চারিত্রিক সনদ, বিদ্যালয় এর প্রত্যয়নপত্র, কলেজের প্রত্যয়নপত্র, বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র, চাকরির প্রত্যয়ন পত্র বা কোম্পানির প্রত্যয়ন পত্র। প্রত্যয়ন পত্র সাধারণত প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
অর্থাৎ, আপনি যদি স্কুলের প্রত্যয়ন পত্র সম্পর্কে বলেন তাহলে আপনি যে নির্দিষ্ট বা উক্ত স্কুলের শিক্ষার্থী সেটি প্রমাণ পত্র। যা প্রত্যয়ন পত্র হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ আরেকটি ক্ষেত্রে বলা যায় চাকরির প্রত্যয়ন পত্র
বলতে আপনি যে নির্দিষ্ট একটি কোম্পানিতে বা অফিসে চাকরি করছেন সেটার প্রমাণ স্বরূপ। প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
প্রত্যয়ন পত্র লিখতে চাইলে আপনি খুব সহজে লিখতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি নিয়ম ফলো করতে হবে। সে নিয়ম সম্পর্কে এ পোস্ট আলোচনা করবো। প্রত্যয়ন পত্র লিখতে চাইলে প্রথমে তারিখ লিখতে হবে।
তারপর যেই প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র গ্রহণ করতেছেন বা গ্রহণ করছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের পদবি উল্লেখ থাকবে। অর্থাৎ, আপনি যদি শিক্ষাপ্রতিষ্ঠানের বা হাই স্কুলের প্রত্যয়ন পত্র সম্পর্কে জানতে চান তাহলে প্রথমে প্রধান শিক্ষক লেখা থাকবে।
তারপর স্কুলের নাম এবং ঠিকানা লিখতে হবে। পরবর্তীতে বিষয় উল্লেখ করতে হবে। সেখানে বিষয় উল্লেখ করতে হবে যে, প্রত্যয়ন পত্রের জন্য আবেদন। পরে নিচে উল্লেখ করতে হবে মহাশয় বা জনাব।
তার পর হবে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নির্দিষ্ট শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তারপর আপনার নাম উল্লেখ করতে হবে। আপনার শ্রেণী উল্লেখ করতে হবে। পরবর্তীতে লিখতে হবে আপনি উক্ত প্রতিষ্ঠানে কতদিন
যাবৎ পড়াশোনা করছেন সে বিষয়ে উল্লেখ করতে হবে। পরবর্তীতে আপনি কেন প্রত্যয়ন পত্র নিতে চাচ্ছেন সে বিষয়টি উল্লেখ করা ভালো। অথবা সেটা না বললেও চলবে। লাস্টের প্যারায় গিয়ে লিখতে হবে অতএব,
বিনীত নিবেদন এই যে আমাকে প্রত্যয়ন পত্র প্রদান করতে আপনার জন্য আজ্ঞা হই। সবার শেষে বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র, শ্রেণীর নাম, বিভাগের নাম, রোল নাম্বার দিয়ে শেষ করতে হবে।
প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে উপর আলোচনা করা হয়েছে। আপনি যদি প্রত্যয়ন পত্র ইংলিশে বা ইংরেজিতে লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন। আমাদের ওয়েবসাইটে প্রত্যয়ন
পত্র লেখার বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রত্যয়ন পত্র লেখার নিয়ম যদি ছবি বা পিডিএফ আকারে দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখুন।
তাছাড়া আমাদের এই পোস্টে প্রত্যায়ন পত্রের ছবি বা পিডিএফ করা হয়েছে। আপনারা চাইলে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। অথবা সেই অনুযায়ী প্রত্যয়ন পত্র লিখতে পারবেন।


![ব্যাংক ছুটির তালিকা ২০২৫ [ক্লিক করে ২০২৫ সালের ব্যাংক ছুটির তালিকা]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/03/1647583079504.jpg?resize=800%2C450&quality=100&ssl=1)
![বাংলা টাইপিং শেখার নিয়ম [ক্লিক করে] টাইপিং শেখার সহজ উপায় দেখুন](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/05/2.jpeg?resize=640%2C360&quality=100&ssl=1)
![জমির নকশা কোথায় পাওয়া যায় [ক্লিক করে জানুন]](https://i0.wp.com/banglamaster.com/wp-content/uploads/2022/08/asdadsas.jpeg?resize=800%2C450&quality=100&ssl=1)
